পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে ভারত সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তর সহায়ক মূল্যে পেঁয়াজ বিক্রি করার উদ্যোগ নিয়েছে। ন্যাশনাল এগ্ৰিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া (NAFED) এর মাধ্যমে ২৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছে কলকাতাসহ বেশ কয়েকটি জেলায়। সেই সঙ্গে ৬০ টাকা কেজি দরে ছোলার ডালও বিক্রি করা হচ্ছে।
সকাল থেকে দুপুর পর্যন্ত কলকাতার বিভিন্ন অঞ্চলে ভ্যানে করে পেঁয়াজ ও ছোলার ডাল বিক্রি করছেন নেফেডের সদস্যরা। ১৬ নভেম্বর বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে নেফেডের ভ্রাম্যমাণ গাড়ি থেকে শতাধিক মানুষ ভর্তুকি মূল্যে পেঁয়াজ ও ডাল সংগ্ৰহ করেন।
নেফেডের রাজ্য প্রধান (কলকাতা) অনিন্দিতা গুহ জানান যতদিন না পেঁয়াজের দাম মানুষের নাগালের মধ্যে আসছে ততদিন এই পরিষেবা দেওয়া হবে।