গত 11 ই মার্চ শ্রীরামপুর রবীন্দ্র ভবনে ওস্তাদ কেরামৎতুল্লা খান স্মরণে এক উচ্চাঙ্গ সঙ্গীতের আসর অনুষ্ঠিত হয়। আয়োজক মাহেশ প্রত্যাশা।
প্রথমে কন্ঠসঙ্গীত পরিবেশন করেন শিশু শিল্পী সব্যসাচী দাস। এরপর শ্রোতাদের মুগ্ধ করে বাঁশিতে আনন্দ দেয়
আর এক শিশু শিল্পী অরণ্য সরকার। রাগের সবকটি বিভাগে এই কম বয়সেই অনেকটা সাবলীল। এর জন্যে ওর গুরু শ্রী উদয় দে বিশেষ কৃতিত্বের দাবি রাখেন।
বেলুড়মঠ রামকৃষ্ণ মিশনের সঙ্গীত আচার্য শ্রী ঋত্বিক ভট্টাচার্য এরপর পরিবেশন করেন রাগ পুরিয়া ধানেশ্রী।
দর্শক মোহিত হয়ে যায় তার পন্ডিতি পরিবেশনে। সময় কম থাকায় খুব বেশী গান গাইতে পারলেন না। যোগ্য সঙ্গত করেন ওস্তাদ সাবির খানের সুযোগ্য শিষ্য কুমুদ রঞ্জন সাঁতরা।
এইদিন সবচেয়ে শ্রেষ্ঠ ও আকর্ষণীয় অনুষ্ঠান ছিল পন্ডিত সুররঞ্জন মুখোপাধ্যায়-এর সরোদ , সাথে ওস্তাদ সাবির খানের তবলা। প্রথম পরিবেশন করেন রাগ চারুকেশী। আলাপ , জোড়, বিস্তার শ্রোতাদের মন জয় করে নেয়। এরপর তবলা সঙ্গত শুরু হলে বারবার করতালি ও কেয়া বাত ধ্বনিতে শ্রোতাপূর্ণ হল মুখরিত হয়ে ওঠে। স্থায়ী , অন্তরা প্রভৃতিতে তান, বিস্তার দ্রুত সপাট তান অনবদ্য। এরপর ঝালা সব শ্রোতাদের মাতিয়ে তোলে। শেষে ধুন পরিবেশ করেন। শেষে মাহেশ প্রত্যাশার সম্পাদক সুমন্ত পাল পূর্ণ প্রেক্ষাগৃহে গুণমুগ্ধ শ্রোতাদের ধন্যবাদ জানান।