সৃজন ছন্দের পরিচলনায় অনুষ্ঠিত হয়ে গেল গুরুস্মরনম ২৩। সৃজন ছন্দ একটি প্রতিষ্ঠান যা ভারতীয় শাস্ত্রীয় নৃত্য ও সঙ্গীতের চর্চায় ও প্রসারে নিরলসভাবে কাজ করে চলেছে। প্রতি বছর প্রতিষ্ঠানটি ওড়িশি নৃত্য রীতিকে সম্মান জানাতে বহু সাংস্কৃতিক সন্ধ্যা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে।
প্রয়াত গুরু কেলুচরণ মহাপাত্রের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাঁর উনিশ তম মৃত্যুবার্ষিকীর স্মরণে এই বছর সৃজন ছন্দ আই.সি.সি.আর-এর দিগন্ত সিরিজে অনুষ্ঠানটি সম্পন্ন হল। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন নীলদ্যুতি চৌধুরী।
নৃত্যের জগতে পণ্ডিত বিরজু মহারাজ এবং গুরু কেলুচরণ মহাপাত্রের স্মরণে এবং তাঁদের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সৃজন ছন্দ উপস্থাপন করেছিল ‘নৃত্যাঞ্জলি’ শীর্ষক অনুষ্ঠান। পরিচলনায় ছিলেন রাজীব ভট্টাচার্য এবং পারমিতা মৈত্র। এরপর উদ্বোধন ও পুষ্পাঞ্জলি প্রদান করেন রাজীব ভট্টাচার্য ও বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানের সূচনা হয়েছিল গুরু শ্রী রতিকান্ত মহাপাত্রকে সংবর্ধনা দিয়ে। এরপর বিশিষ্ট ব্যক্তিত্ব যারা সম্মানিত হয়েছেন তারা হলেন অনিতা মল্লিক, সুতপা তালুকদার, শুভাশিস ভট্টাচার্য্য, অরুন্ধতী রায়, পারমিতা মৈত্র, রাজশ্রী প্রহরাজ, সন্দীপ মল্লিক, মীনাক্ষী মিশ্র (ICCR-এর জোনাল ডিরেক্টর), হৈমন্তী চট্টোপাধ্যায় (সদস্য সচিব, ডব্লিউবি স্টেট অ্যাকাডেমি অফ ড্যান্স, ড্রামা, মিউজিক অ্যান্ড ভিজ্যুয়াল বিশ্ববিদ্যালয়), পৌষালী চট্টোপাধ্যায়, দেবশ্রী রায়।
এদিন নৃত্য পরিবেশনায় বিশিষ্ট শিল্পীদের মধ্যে ছিলেন পৌষালী চ্যাটার্জী ও গ্রুপ, রাজশ্রী প্রহরাজ, অনিতা মল্লিক, রতিকান্ত মহাপাত্র, সন্দীপ মল্লিক ও গ্রুপ।
রাজীব ভট্টাচার্যের পরিচালনায় পরিবেশিত হয়েছে “ঋতু সংহারম”। নৃত্যনাট্যে ছিলেন রঞ্জাবলী দে, সৃঞ্জয়ী ছেত্রী, দেবলীনা দত্ত, কমলিকা বোস, রুশিতা মন্ডল, শতরূপা সাহা, শ্রুতি ধর, তিয়াশা পাল, তমাল দাস ও রাজীব ভট্টাচার্য।