ওড়িয়া মিউজিক ভিডিও “জমুনা জিবাকু মতে হইচি মানা” তে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী পৃথা দাস। মুক্তির পর থেকে দর্শকদের কাছে বিশেষ জনপ্রিয়তা পেয়েছে এই গান। ইতিমধ্যেই ইউটিউবে ভিউ ছাড়িয়েছে দুই মিলিয়নের গন্ডি। দর্শকরা অভিনেত্রী পৃথার দুষ্টু-মিষ্টি অভিনয়ে একেবারে মন্ত্রমুগ্ধ।
মিউজিক ভিডিওটি মুক্তি পেয়েছে উড়িয়া ইন্ডাস্ট্রির এক নামজাদা প্রোডাকশন হাউস থেকে। গানের শুরুতে পৃথাকে দেখা যায় নীল রঙের গ্রাউনে। ওড়িয়া দর্শকদের মন কেড়েছে এই গান ও অভিনেত্রী পৃথা দাস। বর্তমানে অভিনেত্রী পৃথা দাস কলকাতার কিছু প্রজেক্ট নিয়ে ব্যস্ত। কিছু ব্র্যান্ড শ্যুটও করছেন তিনি। তবে আরো একটি নতুন উড়িয়া মিউজিক ভিডিওতেও তাকে আবার দেখা যাবে খুব তাড়াতাড়ি।
পৃথা দাস জানান “ওড়িয়া ইন্ডাস্ট্রিতে এটা আমার প্রথম কাজ। প্রথম কাজে এতটা সাফল্য যে কোনো অভিনেত্রীর কাছে পরম পাওনা। দারুন ভালো ওড়িয়া ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতা। আরো কিছু নতুন কাজের কথা ফাইনাল হয়েছে। আমার আরো কয়েকটি ওড়িয়া প্রজেক্ট আসছে। খুব তাড়াতাড়ি সেগুলো ঘোষনা করবো”।