অভিজাত ও মূল্যবান পুরাতন রত্ন ও গয়নাকে নতুনভাবে ক্রেতাদের সামনে তুলে ধরে সুনীত শ্রীমল জুয়েলার্স। ৪ঠা মার্চ সুনীত শ্রীমল এর ভিনটেজ কালেকশনের বিশেষ প্রদর্শনী হয়ে গেল কলকাতার একটি পাঁচতারা হোটেলে। ‘নউভিয়াও’ শীর্ষক প্রদর্শনীর অংশ হিসাবে প্রতিষ্ঠানের স্টলে সুনীত শ্রীমল জানালেন ১৯০২ সালে প্রতিষ্ঠিত এই প্রতিস্ষ্ঠানের এই বিশেষ প্রদর্শনীর উদ্দেশ্য
পুরাতনী এবং হারিয়ে যাওয়া গয়নাগুলিকে এই বিশেষ প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা। মডেল মাধবীলতা মিত্র , মিসবেঙ্গল খ্যাত সুস্মিতা রায় এবং তামোরি চৌধূরী দের দিয়ে ভিনটেজ গয়না সহ উপস্থিত করান টেক্সভো ইন্ডিয়ার মৌসুমী নায়ক।
ভিনটেজ গহনা কিনতে আগ্রহীরা যোগাযোগ করতে পারেন সুনীত শ্রীমলের বিপণিতে বা অনলাইনে। অলংকারের বিশেষ সম্ভার সহ আরো অনেক মনোগ্রাহী ডিজাইন পাবেন সুনীত শ্রীমলে।