মুক্তি পেল কিশোরী সঞ্চিতার পুজোর গানের অ্যালবাম ‘দলছুট মেঘ’

সঞ্চিতা ব্যানার্জী বেথুন কলেজিয়েট স্কুলের ক্লাস নাইনের ছাত্রী। সঞ্চিতার প্রথম গানের হাতেখড়ি স্বর্গীয় দিনেন্দ্রনাথ ব্যানার্জীর কাছে। তারপর ঘরোয়া ভাবে শেখা সোনালী মুখার্জী ও শান্তনু মুখার্জীর কাছে। বর্তমানে পণ্ডিত শুভদীপ মুখার্জীর কাছে তালিম নিচ্ছে সে।

পূজোতে বিভিন্ন আঙ্গিকের একগুচ্ছ গান নিয়ে আসছে সঞ্চিতার অ্যালবাম ‘দলছুট মেঘ’। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে সঞ্চিতার গানের অ্যালবামটি প্রকাশ করেন সর্বভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট সৌরভ পাল, আর জে গোষ্ঠীর অভিষেক জানা, সংগীত পরিচালক প্রতীক কর্মকার, বিশিষ্ট অভিনেতা সিদ্ধার্থ ঘোষ এবং সমাজসেবী প্রবন্দ রায়। সঙ্গে উপস্থিত আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এই মিউজিক ভিডিও অ্যালবামটির সমস্ত গান সঞ্চিতার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘Singer Sanchita’ সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে উপলব্ধ হবে। অ্যালবামটির সুরকার পণ্ডিত শুভদীপ মুখার্জী, গীতিকার রতন গুহ, অভিজিৎ চৌধুরী এবং বেথুন বেরা।