আগামী সাত বছরের জন্য ভারতে নিউজিল্যান্ড ক্রিকেট দলের টিভি, ডিজিটাল সম্প্রচার ও স্ট্রিমিং সত্ত্ব পেতে চলেছে সোনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া

সোনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া (এসপিএনআই) ভারতে আগামী সাত বছরের জন্য নিউজিল্যান্ড ক্রিকেট দলের টিভি ও ডিজিটাল সম্প্রচার ও স্ট্রিমিং সত্ত্ব পেতে চলেছে। এর ফলে ‘ব্ল্যাকক্যাপস’ ও ‘হোয়াইট ফার্নস’-এর যাবতীয় ম্যাচের সম্প্রচার এবং স্ট্রিমিং ভারতের বিভিন্ন প্রান্তে ক্রিকেটপ্রেমীরা উপভোগ করবেন সোনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া (এসপিএনআই)
-র হাত ধরে। চুক্তির মেয়াদ ১ মে ২০২৪ সাল থেকে ৩০ এপ্রিল ২০৩১ সাল পর্যন্ত। যার মধ্যে থাকবে ২০২৬-২৭ এবং ২০৩০-৩১ মরসুমে ভারতীয় ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর এবং নিউজিল্যান্ডের মাটিতে নির্ধারিত সাত বছর সময়ে যাবতীয় দ্বিপাক্ষিক টেস্ট. ওয়ান ডে ও টি-টোয়েন্টি ম্যাচ।
এই সব ম্যাচ সম্প্রচার ও স্ট্রিমিং হবে এসপিএনআই চ্যানেল এবং সোনি লিভ অ্যাপে। এর আগেই ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)-র সঙ্গেও চুক্তি সম্পন্ন করেছে এই সংস্থা।

সাম্প্রতিক সময়ে বিশ্ব ক্রিকেটে বড় বড় সব সাফল্য পেয়েছে ‘ব্ল্যাক ক্যাপস’। যার মধ্যে রয়েছে ২০২১ সালে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব। পুরুষদের গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও রানার্স হয়েছিল নিউজিল্যান্ড। তাদের আকর্ষণীয় ক্রিকেটের জন্যই বিশ্বজুড়ে বহু ক্রিকেট প্রেমীর হৃদয় জিতেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

ভারতীয় উপমহাদেশের ক্রিকেট ভক্তেরা ২০৩১ সালে এই চুক্তি শেষ না হওয়া পর্যন্ত ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং পাকিস্তানের বিরুদ্ধে ‘ব্ল্যাক ক্যাপস’-এর দুর্দান্ত সব সিরিজ উপভোগ করবেন।

এনপি সিং, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও, সোনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া:

“আনন্দের সঙ্গে জানাচ্ছি নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে যৌথ ভাবে হাতে হাত ধরে এগোব আমরা। ব্যতিক্রমী ক্রীড়ানৈপুণ্য ও শক্তির জন্য নিউজিল্যান্ড গোটা বিশ্বে জনপ্রিয়।
“গোটা বিশ্বের সম্ভ্রম জাগানো ক্রিকেট দল নিউজিল্যান্ডের। এই ক্রিকেট দল ও ভারতে তার আবেগপূর্ণ সমর্থকদের সঙ্গে বন্ধন দৃঢ় করার এই দায়িত্ব পেয়ে আমরা এগিয়ে চলার নতুন প্রেরণা পাচ্ছি।”
ডায়ানা পুকেটাপু-লিন্ডন, চেয়ার অব নিউজিল্যান্ড ক্রিকেট:

“দুই সংস্থার কাছেই এটা দারুণ ব্যাপার। বিশ্বমানের ক্রীড়া সম্প্রচার সংস্থা সোনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া ভারতে অন্যতম জনপ্রিয়। এই জোট আরও দৃঢ় হওয়ার আশায় রয়েছি আমরা।”
সাম্প্রতিক সময়ে বিশ্ব ক্রিকেটে বড় বড় সব সাফল্য পেয়েছে ‘ব্ল্যাক ক্যাপস’। যার মধ্যে রয়েছে ২০২১ সালে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব। পুরুষদের গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও রানার্স হয়েছিল নিউজিল্যান্ড। তাদের আকর্ষণীয় ক্রিকেটের জন্যই বিশ্বজুড়ে বহু ক্রিকেট প্রেমীর হৃদয় জিতেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

ভারতীয় উপমহাদেশের ক্রিকেট ভক্তেরা ২০৩১ সালে এই চুক্তি শেষ না হওয়া পর্যন্ত ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং পাকিস্তানের বিরুদ্ধে ‘ব্ল্যাক ক্যাপস’-এর দুর্দান্ত সব সিরিজ উপভোগ করবেন।

রাজেশ কউল, চিফ রেভিনিউ অফিসার- ডিস্ট্রিবিউশন ও আন্তর্জাতিক বিজনেস এবং প্রধান- স্পোর্টস বিজনেস, এসপিএনআই:
“ভারতের দর্শকদের কাছে বিশ্বের বিভিন্ন ক্রীড়াক্ষেত্রের বড় সম্প্রচার করানোর ব্যাপারে আমাদের প্রচেষ্টা জারি রয়েছে। নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে আমাদের এই চুক্তি একটা গুরুত্বপূর্ণ অধ্যায়।

কারণ বিগত কয়েক বছরে ব্ল্যাকক্যাপস মাঠে আগ্রাসী ও ক্রীড়া মনস্ক মেজাজে দুর্দান্ত সব জয় ছিনিয়ে ক্রীড়াপ্রেমীদের হৃদয় জিতেছে। আগামী সাত বছরে দুর্দান্ত সব ক্রিকেট খেলা দেখার জন্য মুখিয়ে রয়েছি আমরা। যার মধ্যে রয়েছে ২০২৪-২৫ মরসুমে ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ডের দ্বিপাক্ষিক সিরিজ এবং ২০২৬-২৭ ও ২০৩০-৩১ সালে ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে সিরিজ।”

স্কট উইনিক, চিফ এগজিকিউটিভ নিউজিল্যান্ড ক্রিকেট: “এই চুক্তির পরে আমরাও আনন্দিত। কারণ দুই সংস্থারই মতাদর্শ একই। সোনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া বর্তমান পরিবর্তনশীল দুনিয়ায় একটি প্রথম সারির বাণিজ্যিক সংস্থা।
যারা দর্শকদের অজানা, অচেনা নতুন নতুন সব বিষয় চাক্ষুস করাতে চায়। এরা গ্রাহকের কথা প্রথমে ভাবে। তার পরে সেরাটা দেওয়ার চেষ্টা করে। যে উদ্যোগকে সম্মান করে নিউজিল্যান্ড ক্রিকেট।”

ক্রিস স্মিথ, জিএম কমার্শিয়াল, নিউজিল্যান্ড ক্রিকেট:
“ভারতের বাজার নিউজিল্যান্ড ক্রিকেটের কাছে আকর্ষণীয়। এসপিএনআই-এর সঙ্গে এই চুক্তিতে উপকৃত হবে দুই সংস্থাই। এটা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক চুক্তি। ভারতের বাজারে সোনির জনপ্রিয়তা প্রবল। লিনিয়ার ও ডিজিটাল প্ল্যাটফর্মে ওদের উপস্থিতি প্রবল।
আমরা আগামী দিনে এসএনপিআই-এর সঙ্গে দীর্ঘমেয়াদী জোটের দিকে তাকিয়ে। যাতে দুপক্ষই উপকৃত হয়। সোনির টিমের সঙ্গে এই চুক্তি সম্পন্ন করার কাজটিও ছিল দারুণ অভিজ্ঞতা।”

ভারতে এসপিএনআই-এর ডিজিটাল সত্ত্ব ২০২৪-২৫ ও ২০২৫-২৬ সাল পর্যন্ত যৌথ ভাবে থাকবে অ্যামাজন প্রাইমের সঙ্গে।