২৮ ডিসেম্বর থেকে নৈহাটি ইউথ অ্যাসোসিয়েশন টেবিল টেনিস ক্লাবে শুরু হয়েছে ‘লাইট রিডিং ফটোগ্রাফি’র দ্বিতীয় বার্ষিক আলোকচিত্র প্রদর্শনী। এই প্রদর্শনীর উদ্বোধন করেন সঙ্গীত শিল্পী দেব গৌতম এবং অভিনেত্রী ও পরিচালিকা শিউলি রামানি গোমস্। উপস্থিত ছিলেন আলোকচিত্র শিল্পী মৃত্যুঞ্জয় রায় , সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য্য , দীপা চন্দ , সাধনা দাস বসু প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে লাইট রিডিং ফটোগ্রাফির সভাপতি ও মেন্টর বুদ্ধদেব অধিকারী ( সন্তু ) বলেন to, তাঁর অ্যাকাডেমির লক্ষ্য , আলোকচিত্রর মধ্য দিয়ে কিভাবে শিল্প প্রদর্শন করা যায় , ছাত্র ছাত্রীদের সেই শিক্ষা দেওয়া।
সংস্থার সম্পাদক আশিস ব্যানার্জী বলেন , দীর্ঘ দশ বছরে অ্যাকাডেমির অনেক ছাত্র – ছাত্রীই পেশাদার আলোকচিত্র হিসেবে নিজেদের কৃতিত্ব দেখিয়েছে।
লাইট রিডিং ফটোগ্রাফির ছাত্র – ছাত্রীদের তোলা ৭২টি আলোকচিত্র রয়েছে এই প্রদর্শনীতে। ছবির বিষয় বৈচিত্র্য নজর কাড়ছে দর্শকদের। প্রদর্শনী চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকছে এই প্রদর্শনী।