কলকাতার অন্যতম আধ্যাত্মিক পীঠস্থান দক্ষিণেশ্বরের আদ্যাপীঠ। ২১ জানুয়ারী, শনিবার ৫৬তম প্রতিষ্ঠাদিবস ছাড়াও ছিল আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অনন্ত ঠাকুরের ১৩২তম জন্মদিন এবং ১০২তম সিদ্ধৎসব।
এই বিশেষ দিনে আদ্যাপীঠের উদ্যোগে দুঃস্থ মানুষদের মধ্যে পাঁচ হাজার বস্ত্র ও তিন হাজার কম্বল দান করা হয়। এছাড়াও ‘Universal Brotherhood & Harmony of Religions’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল।
আদ্যাপীঠের সাধারণ সম্পাদক ব্রহ্মচারী মুরাল ভাইয়ের আমন্ত্রনে সাড়া দিয়ে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার মাননীয় শ্রী বিমান বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি শ্রী তপন বন্দ্যোপাধ্যায়, কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শ্রী শোভন চ্যাটার্জী, সমাজসেবী ও অধ্যাপিকা শ্রীমতী বৈশাখী ব্যানার্জী, কামারহাটি পুরসভার চেয়ারম্যান শ্রী গোপাল সাহা, সমাজসেবী শ্রীমতী লিপিকা ঘোষ, রাজারহাট নিউটাউনের বিধায়ক শ্রী তাপস চট্টোপাধ্যায়, আদ্যাপীঠ অন্নদা বিদ্যমন্দিরের প্রধান শিক্ষক ড: মনোজ কুমার পাত্র সহ বিশিষ্টজনেরা।
সমাজসেবী শ্রীমতী লিপিকা ঘোষ মহাশয় এদিন একটি এম্বুলেন্স দান করেন। সকল অভ্যাগতদের এদিনের অনুষ্ঠানে সহযোগিতা ও যোগ দানের জন্য ধন্যবাদ দেন ব্রহ্মচারী মুরাল ভাই। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আদ্যাপীঠের অন্যতম কর্মযোগী শুভ ভাই।