রবিবার কলকাতার প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো আয়ুষ্মী ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটের (AFTI) ২০২৩ ইংরেজি নববর্ষের ক্যালেন্ডার প্রকাশ অনুষ্ঠান । উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার অভিজিৎ সাঁতরা এবং গ্ল্যামার ইন্ডাস্ট্রির একঝাঁক মডেল, মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার ,ড্রেস ডিজাইনার এবং মডেলিং ইন্ডাস্ট্রির সম্মানীয় অর্গানাইজাররা ।
“AFTI এর এই ক্যালেন্ডার প্রকাশের মূল উদ্দেশ্য ইনস্টিটিউট এবং ইন্ডাস্ট্রির প্রতিভাবান মডেল, মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার এবং ড্রেস ডিজাইনারদের যথাযত সম্মান প্রদান করা”, জানালেন শ্রী অভিজিৎ সাঁতরা।
ক্যালেন্ডারটির বিশেষত্ব হলো এটি একটি ইংরেজি নববর্ষ ক্যালেন্ডার যেখানে আজকের ও চিরাচরিত বাঙালি বিভিন্ন সংস্কৃতি ও অনুষ্ঠানের থিমে সজ্জিত হয়েছে প্রতিটি মাসের পাতা।