৮ই এপ্রিল কলকাতার আইসিসিআর সত্যজিত রায় অডিটোরিয়ামে ‘সৎসঙ্গ ফাউণ্ডেশন’-এর প্রতিষ্ঠাতা তথা ধর্মীয় শিক্ষক শ্রী মধুকরনাথ (শ্রী এম) লিখিত দুটি বইয়ের বাংলা ও অসমিয়া ভাষায় অনুবাদ প্রকাশিত হল।
‘সৎসঙ্গ ফাউণ্ডেশন’-এর তরফ থেকে জানানো হয়েছে, “বাংলা ভাষায় ভাষান্তরিত হল শ্রী এম রচিত ‘হোমকামিং অ্যাণ্ড আদার স্টোরিজ’ এবং অসমিয়া ভাষায় ভাষান্তরিত হল শ্রী এমের আত্মজীবনী মূলক গ্রন্থ ‘অ্যাপরেনটিসড টু আ হিমালয়ান মাস্টার: এ যোগীস অটোবায়োগ্রাফি’।”
২০১১ সালে প্রকাশিত ‘অ্যাপরেনটিসড টু আ হিমালয়ান মাস্টার: এ যোগীস অটোবায়োগ্রাফি’ বইটি অসমিয়া ভাষায় অনুবাদ করেছেন অঞ্জন শর্মা এবং ২০২০ সালে প্রকাশিত ‘হোমকামিং অ্যাণ্ড আদার স্টোরিজ’ বাংলা ভাষায় অনুবাদ করেছেন ঋত্বিক মুখার্জী। বই দুটির প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুরু শ্রী এম স্বয়ং। প্রচুর সংখ্যক ভক্তরা উপস্থিত হয়েছিলেন শ্রী এমের দর্শন ও আশীর্বাদ লাভের আশায়।
প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৪৯ সালের ৬ নভেম্বর কেরালার তিরুচিরাপল্লীতে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শ্রী এম। যৌবনের প্রারম্ভে তিনি চলে যান হিমালয়ে। তিনি প্রবাদপ্রতিম হিমালয়নিবাসী সাধু মহাবতার বাবাজির শিষ্য মহেশ্বরনাথ বাবাজির শিষ্যত্ব লাভ করেন। হিমালয়ে সাড়ে তিন বছর কাটাবার পরে তিনি ফিরে আসেন সমতলে। পরবর্তী সময়ে মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা বিকাশের লক্ষ্যে তিনি স্থাপন করেন ‘সৎসঙ্গ ফাউণ্ডেশন’। ২০২০ ভারত সরকার তাঁকে পদ্মভূষণ সম্মান প্রদান করে।