‘Breaking The Barriers’ থিমের উপর কলকাতায় একটি ফটোশুট উপস্থিত করল আই-গ্ল্যাম (i-glam)। i-glam এর ফাউন্ডার এবং ডিরেক্টর হলেন দেবযানী মিত্র।
এই ফটোশুটের কনসেপ্টটি বানিয়েছেন নীল ঘোষ। নীল ঘোষ হলেন ‘এম জি আর প্রফেশনাল সার্ভিস এন্ড ফরম্যাট’ এর প্রেসিডেন্ট এবং ‘এসওএস চিল্ড্রেন্স ভিলেজ ইউএসএ’ এর চিফ এক্সিকিউটিভ অফিসার। এই ফটোশুটের ফটোগুলি i-glam ম্যাগাজিনের সঙ্গে সঙ্গে আমেরিকার একটি ম্যাগাজিনেও পাবলিশ করা হবে।

ফটোশুটটিতে আই গ্যামের কর্নধার দেবযানী মিত্র ও নীল ঘোষের সঙ্গে যুক্ত ছিলেন শুভম কুমার তিওয়ারি (CEO, i-glam), কামিনী কুমারী (COO i-glam), অবিনাশ কুমার (State Co-ordinator i-glam), পাদ্মাভা ব্যানার্জি (State Co- ordinator i-glam) এবং ফটোশুটটির ডিরেক্টর ছিলেন সাগার ঝা। স্টাইলিং পাটনার শুভদীপ মিত্র এবং বিন্দিস। ফটোগ্রাফি করেছেন সায়ন্তন দত্ত। মেকওভার করেছেন রুপ দাভে এবং ফুটওয়ার করেছেন ‘Dhajcraft and Lixurious by Rashmi’। জুয়েলারি স্পন্সর করেছে Retro Chic ও ড্রেপ আর্টিস্ট ছিলেন Mirza Mazahar and Bobby Agarwal। ফটোশুটটিতে মুখ্য মডেলস দের মুখ হিসাবে আছেন অনুযা রয়, অবিনাশ গোস্বামী, আরিয়ামান রাজ, খুশি ও রুপা।