‘রাবন’-এর ব্যাপক সাফল্যের পর পরিচালক এম.এন. রাজ আসছেন তার পরবর্তী ছবি ‘জান্নাত’ নিয়ে। ফ্যামিলি লাইফ এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস নিবেদিত এই ছবিতে নবাগত গৌরব দাসের সঙ্গে জুটি বেঁধেছেন রূপশা মুখোপাধ্যায়। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন খরাজ মুখার্জি, বিশ্বনাথ বাসু, সুপ্রিয়া দত্ত ও তুলিকা বাসু।
পরিচালনার পাশাপাশি ছবির গল্প ও চিত্রনাট্যও লিখেছেন এম এন রাজ। সংলাপ লিখেছেন অর্ণব ভৌমিক। সঙ্গীত পরিচালনা করেছেন আয়ুশ দাস। ক্যামেরায় আছেন বাদল সরকার, সম্পাদনায় মহ: কালাম এবং মেকআপে বরুন মন্ডল।
ছবির গল্পে জান্নাত একজন মুসলিম মডার্ন মেয়ে, যে একটি কর্পোরেট অফিসে জব করে, এমনিতে মডার্ন হলেও সে বাইরে বেরোলে রাস্তায় হিজাব দিয়ে চলে, তার পরিবার বলতে তার ভাইয়া আলী আর ভাবী রুক্সানা, তারা তাকে নিজেদের মেয়ের মতো করে মানুষ করেছে, আলী ভাই খুব ভালো মানুষ, সকলের সাথেই মেশে কিন্তু বিয়ে নিয়ে একটু স্ট্রিক্ট। আর রাহুল তার বন্ধু রহিমের সাথে একটা মহল্লায় থাকে, সারাদিন আড্ডা মারা, ক্যারাম খেলা ও ঘুমোনো, এখনো চাকরীর খোঁজ চালিয়ে যাচ্ছে কিন্তু পায়নি। ঘটনা বশত তাদের পরিচয় হয় ও সেটা ভালোবাসায় পরিণত হয়, কিন্তু আলী ভাই বাধা হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত কি রাহুল আর জান্নাতের সুখের মিলন হবে নাকি আলী ভাইয়ের চক্রান্তে শেষ হবে তাদের ভালোবাসা।
নতুন ছবির প্রসঙ্গে পরিচালক এম এন রাজ জানান, “জান্নাত এমন একটি গল্প যেটা আমাদের সকলের গল্প, যেটা এখনকার জেনারেশন ভুলেই গেছে, এটি একটি রোমান্টিক ড্রামা, আশা রাখি যাদের উদ্দেশ্যে বানানো তাদের ভালো লাগবে, আর সেটাই আমার পাওনা। এই গল্পের জন্য আমি এমন কাউকে চাইছিলাম যে আমার ক্যারেক্টারের সাথে মিলে মিশে একাকার হয়ে যাবে। তাই আমার নতুন মুখ নেওয়া, আমাদের এখানে কোনো নতুন আর্টিস্ট নেই, সেইদিক দিয়ে দেখতে গেলে ইন্ডাস্ট্রিকে একটা আর্টিস্ট দেওয়ার চেষ্টা করছি। আশা রাখি সকলে পাশে থাকবেন।”