টিভির পর্দায় নানা লুকে দেখা গিয়েছে তাকে বারবার। কিন্তু এবার নববর্ষ ফটোশ্যুটে পুরোপুরি আলাদা ভাবে দেখা গেল অভিনেত্রী সুকন্যা চ্যাটার্জীকে। পয়লা বৈশাখে ষোলআনা বাঙালি লুকে ক্যামেরায় ধরা দিলেন অভিনেত্রী সুকন্যা চ্যাটার্জী।
“মুকুট” সিরিয়ালে তুলির চরিত্রে দেখা যায় রোজ টিভির পর্দায় তাকে। কিন্তু এই নববর্ষে তাকে অব হোয়াইট সাদা শাড়ীতে অন্য লুকে দেখা গেল। ফটোশ্যুটের দ্বায়িত্বে ছিলেন সোমনাথ রায়। জয় রায় এর পোষাকে পুরোপুরি নতুন ভাবে দেখা গেল তাকে। অভিনেত্রী সুকন্যা চ্যাটার্জী জানান “নববর্ষ মানে আমার কাছে খুব আনন্দের একটি সময়। খাওয়া,পরিবার সবাইকে নিয়ে আনন্দে কাটানো কিছু মুহুর্ত। সবার নববর্ষ ভালো কাটুক এটাই চাই”।
অভিনেত্রী সুকন্যা চ্যাটার্জী বর্তমানে ব্যস্ত তার নতুন সিরিয়াল “মুকুট” নিয়ে। আগামী আরো কিছু প্রজেক্টেও তাকে দেখা যাবে খুব তাড়াতাড়ি।