কলমের ধার যে তরবারির চেয়ে বেশী তা আমরা সকলেই জানি।কিন্তু কলম যে মহামূল্য অলংকারের চেয়েও মহার্ঘ্য হতে পারে তা জানতে আসতে হবে আইসিসিআর-এ অনুষ্ঠিত পেন মহোৎসবে। জার্মান কোম্পানী স্টেইডটলার এর ৪৮টি হীরকখচিত ‘বাভারিয়া’ কলমটির দাম মাত্র ৭ লক্ষ ৭৭ হাজার। রাজস্থানী দুর্গের আদলে তৈরী দেশজ ‘জয়সলমীর’ কলম ও কলমদানীর দাম ২ লক্ষ। এমনই নানান দুর্লভ কলমকে মুগ্ধ চিত্রে দেখতে বা সংগ্রহ করতে হাজির হয়েছিলেন কলমপ্রেমী ও সংগ্রাহকরা।
১৪ই এপ্রিল নাট্য ব্যক্তিত্ব দেবশঙ্কর হালদার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ বিভাগের দুই আমলা অনুপম হালদার ও পাঞ্চালী মুন্সী, এ জি বেঙ্গল-এর আধিকারিক তথা লেখিকা যশোধরা রায় চৌধুরী, ডঃ স্বাতী গুহ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারক শুভ্রকমল মুখার্জি, পুলিসের মহাপরিদর্শক সব্যসাচী রমন মিশ্র সহ একঝাঁক বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ‘ঝর্ণা কলম’-এর প্রতি আগ্রহ ফিরিয়ে আনার লক্ষ্যে কোলকাতায় শুরু হল ‘দ্বিতীয় পেন মহোৎসব’।
‘কিশলয় ইভেন্টস অ্যাণ্ড অ্যাডভারটাইজমেন্টস’-এর পরিচালনায় ও ‘পেন ক্লাব’-এর সহযোগিতায় আগামী ১৬ এপ্রিল পর্যন্ত প্রতিদিন দুপুর ১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত কোলকাতার আইসিসিআর-এ চলবে এই চিত্তাকর্ষক ‘পেন মহোৎসব’।
আয়োজক সংস্থার তরফ থেকে প্রসেনজিৎ গুছাইত জানিয়েছেন, ‘ঝর্ণা কলম’-এর প্রতি নব প্রজন্মের ভালোবাসাকে উৎসাহ দিতে কোলকাতায় আয়োজিত হচ্ছে ‘দ্বিতীয় পেন মহোৎসব’।
গত বছর ‘পেন উৎসব’-এ এমন কিছু কলম প্রদর্শিত হয়েছিল যার এক একটার একক মূল্য পাঁচ লক্ষাধিক টাকা।”