প্রকাশিত হল আইপিএস সুখেন্দু হীরা লিখিত পুলিশি তদন্ত নিয়ে সত্য কাহিনী নির্ভর বই ‘তদন্তনামা’

চলতি সপ্তাহে রাজ্য পুলিশের ‘সিনিয়র’ আইপিএস এবং লোকসংস্কৃতি গবেষক সুখেন্দু হীরার বই ‘তদন্তনামা’ প্রকাশিত হয়েছে । এতে রয়েছে ২৪ টি পুলিশ জীবনের সত্য কাহিনী। গল্পগুলি আগেই রাজ্যের প্রথম সারির এক মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এই লেখক বইটা উৎসর্গ করেছেন হাওড়ার সুমন্ত চট্টোপাধ্যায়কে। হাওড়া পুরসভার অস্থায়ী কর্মী সুমন্ত বাবুর অনুরোধেই প্রথম পুলিশ জীবনের গল্প লেখা শুরু এই ‘আইপিএস’ লেখকের। সুমন্তবাবু গত ২০২২ সালে মাত্র ৪৬ বছরে মারা যান।

সদ্য প্রকাশিত বইয়ে স্বাক্ষর দিচ্ছেন আইপিএস লেখক সুখেন্দু হীরা

কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার সৌমেন মিত্র এই বইয়ের মুখবন্ধ লিখেছেন,তাতে অনেক অজানা তথ্য রয়েছে । যা লেখকের কাছে বিরাট পাওনা। সুন্দর প্রচ্ছদ এঁকে দিয়েছেন স্বর্ণাভ বেরা। চলতি সপ্তাহে এই বই উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন সাহিত্যিক জয়ন্ত দে, সাহিত্যিক শান্তনু বসু, দীপ প্রকাশনে সিইও সুকন্যা মণ্ডল প্রমুখ ।

সাহিত্যিক শান্তনু বসু ও লেখক সুখেন্দু হীরা চাকরির প্রথম জীবনে একসঙ্গে জলপাইগুড়ি জেলায় ছিলেন। এই ‘আইপিএস’ লেখক সুখেন্দু হীরা সাহেব কে তাঁর লোকসংস্কৃতি সহ ধারাবাহিক লেখার জন্য গত ২০২২ সালে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে ‘কুমুদ সাহিত্য মেলা কমিটি’র তরফে ‘লোচনদাস রত্ন’ সম্মান প্রদান করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *