বাসন্তী পূজার নবমী তিথিতে শ্রী শ্রী অন্নদা ঠাকুর প্রতিষ্ঠিত আদ্যাপীঠ আদ্যামা প্রাপ্তির ১০৯ তম বর্ষ উপলক্ষে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের উদ্যোগে প্রায় ২০০০ কুমারীদের পূজা করা হয়। এই পূজার অনুষ্ঠানিক উদ্বোধন করলেন রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সাধারণ সম্পাদক কাম ট্রাস্টি ব্রহ্মচারী মুরাল ভাই।
পুজোর শেষে কুমারী মেয়েদের প্রসাদের ব্যবস্থা ছিল নানা রকমের। বহুদূর দূর থেকে কুমারীরা আসে এবং মাতৃরূপে তাদের পুজো করা হয়। বিভিন্ন ফল মিষ্টি উপঢৌকন তাদেরকে দেওয়া হয়। কুমারী রূপে আদ্যা মাকে পুজো করার রীতি চলে আসছে বহুদিন ধরে জানালেন সংঘের সাধারণ সম্পাদক মুরাল ভাই এবং আশ্রমের আবাসিক কুমারীদেরও এই দিন পূজিত করা হয় বালিকাশ্রমে এবং এর তত্ত্বাবধানে ছিলেন ব্রহ্মচারী বিবেক ভাই ও অন্যান্যরা।