শীতের শহরে খাদ্য রসিকদের জন্য সুখবর। শুরু হয়ে গেল চার দিন ব্যাপী ফুড ফেস্টিভেল হ্যাংলা জংশন। বৃহস্পতিবার ২৬ শে জানুয়ারি এই হ্যাংলা জংশন ফুড ফেস্টিভালের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হল। ‘সলিউশন মাইক্রো’-র কর্ণধার অভিষেক রায়, ‘ওয়ার্ল্ড ওয়াইড’ এর কর্ণধার সুমিত চ্যাটার্জি ও ‘ক্রিয়েশন ক্রপ’ এর কর্ণধার মলয় নায়েকের যৌথ উদ্যোগে কলকাতা ট্রাঙ্গুলার পার্কে হচ্ছে এই ফেস্টিভ্যাল।

এই ফুড ফেস্টিভ্যালের মিডিয়া পার্টনার Hullor24x7। উপস্থিত ছিলেন হুল্লোড়ের কর্নধার অভিষেক দাশগুপ্ত। উপস্থিত ছিলেন এই হ্যাংলা জংশন ফুড ফেস্টিভ্যালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মল্লার ঘোষ এবং মল্লিকা ঘোষ। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা মেয়র পারিষদ দেবাশীষ কুমার, ভারত সেবাশ্রম সঙ্ঘের অধ্যক্ষ সহ সমাজের আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা।
উদ্যোক্তারা জানান, চারদিন ব্যাপী এই মেলা চলবে আগামী ২৯ ই. জানুয়ারি পর্যন্ত। এই খাদ্য মেলায় কলকাতার ভোজন রসিকরা সব ধরনের ব্র্যান্ডের খাবার পাবেন সুলভ মূল্যে ও সঙ্গে থাকছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেলিব্রিটিরা, আরো রয়েছে কচিকাঁচাদের জন্য বিভিন্ন ধরনের গেমস, এই খাদ্য মেলার কোন প্রবেশ মূল্য নেই।
বিগত বছরেও দক্ষিণ কলিকাতার প্রাণকেন্দ্র ট্রাঙ্গুলার পার্কে এই খাদ্য মেলা এলাকার জনসাধারণের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছিল আর তাই এ বছরও হৈ হৈ করে চলছে হ্যাংলা জংশন।