এবারে নিজে গান গেয়ে দর্শকদের মুগ্ধ করলেন অভিনেত্রী শতাব্দী চক্রবর্তী। মুক্তি পেয়েছে তার কন্ঠে নতুন কভার সং “মন আমার এক নতুন”। গানটি মুক্তি পেয়েছে “বাবা ভূতনাথ এন্টারটেইনমেন্ট” এর ব্যানারে শতদ্রু চক্রবর্তী এর প্রযোজনা তে।
জনপ্রিয় গান “মন আমার এক নতুন” বাংলা সিনেমাপ্রেমিদের কাছে খুব কাছের একটা গান। আর সেই গান নতুন ভাবে এবার দর্শকরা উপহার পেয়েছে। গানটির ভিডিও পরিচালনা করেছেন পরিচালক সোমনাথ পাল। সিনেমাটোগ্রাফি করেছেন রঞ্জিত মন্ডল।
গানটির শ্যুটিং হয়েছে কলকাতা শহরের বাইরে। গানটিতে অভিনয় করেছেন অভিনেত্রী শতাব্দী চক্রবর্তী নিজেই। এর আগে “কলকাতা চলন্তিকা”, “রাবন” এর মতো বড়ো বড়ো সিনেমাতে অভিনয় করেছেন অভিনেত্রী শতাব্দী চক্রবর্তী।
অভিনেত্রী শতাব্দী চক্রবর্তী জানান “অভিনয়ের পাশাপাশি গানটাও প্র্যাক্টিস করি। আর তাই এবারে আমার দর্শকদের জন্য গান উপহার দিতে চাইলাম। আশা করছি গানটি সবার ভালো লাগবে”।
গানটি আজ মুক্তি পেয়েছে ইউটিউব চ্যানেলে।